ঢাকা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

দুই ছাত্রলীগ নেতার কাণ্ড

ক্যান্টিন ম্যানেজারকে দা ঠেকিয়ে হত্যার হুমকি, চাঁদা দাবি

ক্যান্টিন ম্যানেজারকে দা ঠেকিয়ে হত্যার হুমকি, চাঁদা দাবি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

শেকৃবি প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ২২:৩৭

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কবি কাজী নজরুল ইসলাম হলের ক্যান্টিন ম্যানেজার মো. জাহিদকে নিজ কক্ষে ডেকে রামদা ঠেকিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেছেন হল ছাত্রলীগ সভাপতি এস এম সজীব হোসাইন ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ। এ সময় পাওনা টাকা পরিশোধ না করলে হত্যার হুমকি দেওয়া হয়। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন ক্যান্টিন ম্যানেজার।
 
অভিযোগে জাহিদ উল্লেখ করেন, ‘গত ১৬ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে আমাকে ২২০ নম্বর কক্ষে যেতে বলেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ। সেখানে গেলে সভাপতি সজীবকে তিনি ফোন করে নিয়ে আসেন। এ সময় সজীব হুমকি দেন, আপনার কারণে আমরা ছাত্রলীগ থেকে বহিষ্কার হয়েছিলাম। এখন ক্ষতিপূরণ দিতে হবে। ২ লাখ টাকা দেবেন। আমি অপারগতা প্রকাশ করলে তিনি জানান, মার্ডার (খুন) করলে ছয় মাস জেলে থাকব, এ ছাড়া কিছুই হবে না। এর পর রাত সাড়ে ১১টার দিকে সজীব তাঁর কক্ষ থেকে বড় রামদা নিয়ে আসেন এবং হত্যার হুমকি দেন। এ সময় আমার কাছে ২ লাখ টাকা পাওনা আছে বলে জোর করে স্বীকারোক্তি নেওয়া হয় এবং এর ভিডিও ধারণ করা হয়।’

জাহিদ সাংবাদিকদের বলেন, তিনি জীবন নিয়ে শঙ্কায় আছেন। ঘটনা কাউকে জানালে গুম করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। ছাত্রলীগ নেতা আরিফ অভিযোগ অস্বীকার করে বলেন, চাঁদাবাজি কিংবা অস্ত্র ধরে ভয়ভীতি দেখানোর প্রশ্নই ওঠে না। ক্যান্টিনে খাবারের মান খারাপ হচ্ছে– এ জন্য হল প্রাধ্যক্ষের নির্দেশনা অনুযায়ী ক্যান্টিন ম্যানেজারকে ডাকা হয়। হল ছাত্রলীগ সভাপতি সজীব ফোন রিসিভ করেননি।  

এ বিষয়ে প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমেদ বলেন, ঘটনা শুনেছি, তবে কোনো অভিযোগ পাইনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রক্টর অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, অভিযোগ পেয়েছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

গত বছর আগস্টে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেকৃবি ছাত্রলীগ থেকে সজীব ও আরিফকে বহিষ্কার করা হয়। গত ৩১ জুলাই তাদের ফের পদে বহাল করা হয়।

আরও পড়ুন