অবরোধের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের মিছিল

রাজধানীতে ছাত্রদলের মিছিল। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩ | ২৩:২৮
সরকার পতনে চলমান অবরোধ কর্মসূচি সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সেমাবার সন্ধ্যার পর পুরান ঢাকার নবাবপুরে কোতয়ালী ও বংশাল থানা ছাত্রদলের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেন, কোতয়ালী থানা ছাত্রদলের আহ্বায়ক দ্বীন ইসলাম ও বংশাল থানা ছাত্রদলের আহ্বায়ক দিপু।
এসময় আরও উপস্থিত ছিল বংশাল থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মান্নান হিরা, যুগ্ম আহ্বায়ক- আলাল, শিবলু, গোল ইমরান, সদস্য-সজল ও কোতয়ালীর সিনিয়র যুগ্ম আহ্বায়ক- আকাশ মাহমুদ, সদস্য-কামরুল, রাকিব, মাসুদ ও শাওন।
মিছিলটি নবাবপুর থেকে শুরু হয়ে সুরিটোলা গেলে পুলিশি ধাওয়ায় ছাত্রভঙ্গ হয়ে যায়।