ভুল করে ঢাকা ওয়াসাকে রাজধানীর পানি নিষ্কাশনের দায়িত্ব দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। তিনি বলেন, ১৯৮৮ সালে জারি হওয়া একটি ভুল প্রজ্ঞাপনের মাধ্যমে রাজধানীর বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসাকে দেওয়া হয়। কিন্তু বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসার ছিল না। দেশের অন্যান্য শহরেও এ দায়িত্ব ওয়াসার কাছে নেই। সংশ্লিষ্ট সিটি করপোরেশনই দায়িত্বটি পালন করছে। 

সোমবার ওয়াসা ভবনে 'বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসা থেকে সিটি করপোরেশনের কাছে হস্তান্তর' বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তাকসিম এ খান বলেন, '১৯৮৮ সালে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর থেকে এই দায়িত্ব ঢাকা ওয়াসাকে দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনেই বলা আছে, দায়িত্বটি সিটি করপোরেশনের কাছে দেওয়ার সিদ্ধান্ত ছিল। কিন্তু একটি ভুল প্রজ্ঞাপনের মাধ্যমে এটি ঢাকা ওয়াসাকে দেওয়া হয়। এবার দায়িত্বটি সঠিক সংস্থার হাতে ন্যস্ত হয়েছে।'

ঢাকার সুপেয় পানির বিপণন ও পয়ঃনিষ্কাশনকে ওয়াসার 'মূল কাজ' হিসেবে বর্ণনা করে তিনি বলেন, 'চট্টগ্রাম, খুলনা ও অন্যান্য শহরগুলোতেও তাই হয়ে আসছে। কেবল ঢাকায় এই দুই কাজের সঙ্গে বৃষ্টির পানি ব্যবস্থাপনার কাজ যুক্ত করে দেওয়া হয়েছিল। ঢাকা ওয়াসা এই অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিল। ২০০৯ সাল থেকে তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে আসছিল ওয়াসা। এখন সিটি করপোরেশনের হাতে যাওয়ার ফলে ওয়াসার ড্রেনেজ বিভাগের সবকিছু সিটি কপোরেশনের কাছে হস্তান্তর করা হবে।'

এ সময় ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হোসেন, বাণিজ্যিক ব্যবস্থাপক উত্তম রায়, পরিচালক আবুল কাশেম, শহিদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।