- রাজধানী
- সুপ্রিম কোর্ট আইনজীবীদের ব্যাচ-১৭ এর আহ্বায়ক কমিটি
সুপ্রিম কোর্ট আইনজীবীদের ব্যাচ-১৭ এর আহ্বায়ক কমিটি

সুপ্রিম কোর্ট আইনজীবী আইনজীবীদের সংগঠন ‘ব্যাচ-১৭’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট লাউঞ্জে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাচের সংগঠক আইনজীবী নোমান হোসেন তালুকদার বলেন, বার্ষিক সভায় ‘ব্যাচ-১৭’ এর সাংগঠনিক কাঠামো দাঁড় করাতে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
তিনি জানান, এহসান হাবিবকে আহ্বায়ক এবং উজ্জল হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। এই কমিটি আগামী দুই দিনের মধ্যে ৪৯ জনকে অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করে কমিটি পূর্ণাঙ্গ করবে।
পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির দায়িত্ব হল আগামী তিন মাসের মধ্যে সংগঠনের জন্য একটি গঠনতন্ত্র তৈরি করে পূর্ণাঙ্গ কমিটি গঠনে পদক্ষেপ নেওয়া।
২০১৭ সালে ১ জানুয়ারি ‘ব্যাচ-১৭’ এর আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে অন্তর্ভুক্ত হন।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন মহি উদ্দিন হানিফ। সঞ্চালনায় ছিলেন হুমায়ন কবির তানিম ও খালেদ মোশাররফ রিপন।
মন্তব্য করুন