- রাজধানী
- সবজির গাড়িতে মিলল ৫০ কেজি গাঁজা
সবজির গাড়িতে মিলল ৫০ কেজি গাঁজা

পিকঅ্যাপ ভ্যানে ভরা ফুলকপিসহ নানা ধরনের শীতকালীন সবজি। এসবের মালিক লালন খান তা বিক্রি করতে যাচ্ছিলেন যাত্রাবাড়ী পাইকারী কাঁচাবাজারে। এর অদূরেই পিকআপ আটকে দেয় সাদা পোশাকের ডিবি পুলিশ। দ্রুত সবজিগুলো বিক্রি করতে না পারলে লোকসান হবে জানিয়ে মালিক তা ছেড়ে দেওয়ার অনুরোধও করেন। কিন্তু নাছোড়বান্দা ডিবি সেই সবজি ঘেঁটে উদ্ধার করে ৫০ কেজি গাঁজা। গত রোববার ডিবির ডেমরা জোনাল টিম এই অভিযান চালায়।
সবজি বিক্রির আড়ালে গাঁজার পাইকারি বিক্রেতা লালন খান ছাড়াও গাড়িটির চালক-হেলপার দুলাল খান ও রবিউলকেও গ্রেপ্তার করা হয়েছে। মাদক বহনের কাজে ব্যবহৃত পিকঅ্যাপটিও জব্দ করেছে ডিবি।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার আব্দুল আহাদ সমকালকে বলেন, বিভিন্ন সময়ে মাদকের বাহক ধরা পড়লেও গ্রেপ্তার তিনজনই মাদকের পাইকারী বিক্রেতা। এরা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে নানা কৌশলে গাঁজা এনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি বিক্রি করে আসছিল।
ডিবির এই কর্মকর্তা বলেন, পুলিশের চোখ ফাঁকি দিতে শীতের সবজির ভেতর লুকিয়ে বিপুল পরিমান গাঁজা বহন করছিল গ্রেপ্তার চক্রটি। তবে ডিবির কৌশলের কাছে এরা ধরা পড়েছে। মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে থাকা ডিবির ডেমরা জোনাল টিমের এডিসি আজাহারুল ইসলাম মুকুল সমকালকে বলেন, তাদের কাছে তথ্য ছিল ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে পিকঅ্যাপে করে বিপুল পরিমান গাঁজা ঢাকায় নিয়ে আসছে মাদক ব্যবসায়ীরা। কিন্তু চক্রটি কৌশল পরিবর্তন করে শীতের সবজির পিকঅ্যাপে করে এসব মাদক নিয়ে আসে। এরপরও ডিবির দল যাত্রাবাড়ী পাইকারী কাঁচাবাজরের সামনে অবস্থান নিয়ে সেটি শনাক্ত করে।
তিনি বলেন, পিকঅ্যাপের উপরের অংশে ফুলকপি ছিল। এর ভেতরে কয়েকটি বস্তায় গাঁজাগুলো লুকিয়ে রাখা হয়। এর নিচেও নানা ধরনের সবজি ছিল। প্রথম দেখে বুঝাই যাচ্ছিল না যে, সেখানে এতো গাঁজা থাকতে পারে। গ্রেপ্তার তিনজনকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন