- রাজধানী
- ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ডিএসসিসির ২ কর্মচারী
ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ডিএসসিসির ২ কর্মচারী

প্রতীকী ছবি
ভুয়া ম্যাজিস্ট্রেট ও তার গানম্যান পরিচয়ে চাঁদাবাজির সময় দু'জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাতে রাজধানীর জাকের সুপার মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চেইনম্যান নোবেল হোসেন মিঠু ও ডিএসসিসি নগর ভবনের আনসার ক্যাম্পের ইনচার্জ ও ডিউটি পরিদর্শক শহিদুল ইসলাম। পরে সোমবার তাদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা করা হয়। এ ঘটনায় দু'জনকেই সাময়িক বরখাস্ত করেছে ডিএসসিসি।
সোমবার ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, তারা বিধি অনুযায়ী ৯০ দিনের বেতন নগদ পাবেন।
মন্তব্য করুন