রাজধানীর জুরাইনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যার এ ঘটনায় মজিবর রহমান নামের অপর একজন আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

নিহত জাকির পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। তাকে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলাকারীরা মাদক ব্যবসায়ী বলে দাবি করেছেন আহত ব্যক্তি।

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, জাকির হোসেন মাঝেমধ্যে পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা জানার চেষ্টা চলছে। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে।

আহত মজিবর রহমান হাসপাতালে জানান, কদমতলীর রায়েরবাগের মদীনাবাগ এলাকার পরিবারের সঙ্গে থাকতেন জাকির। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লিটন নামের একজনের ফোন পেয়ে তারা জুরাইনের নবায়ন গলিতে যান। সেখানে শুকুর, স্বপন, লিটনসহ বেশ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে দু'জনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে জাকিরকে মৃত ঘোষণা করেন।

মজিবর রহমানের দাবি, হামলাকারী সবাই মাদক ব্যবসায়ী। জাকির তাদের ব্যাপারে পুলিশকে তথ্য দেওয়ায় এ হামলা চালানো হয়।

নিহতের ছেলে শান্ত ইসলাম জানান, খবর পেয়ে তারা হাসপাতালে ছুটে যান। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা জানতে পারেননি। তারা দুই ভাই-বোন। তাদের গ্রামের বাড়ি বাগেরহাট।

কদমতলী থানার এসআই রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ছুরিকাঘাতে জড়িত কয়েকজনের নাম পেয়েছে পুলিশ। বিস্তারিত জানার চেষ্টা চলছে।