- রাজধানী
- বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত কারাকক্ষ পরিদর্শনে জাজেস কমিটি
বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত কারাকক্ষ পরিদর্শনে জাজেস কমিটি

ছবি: সমকাল
ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে গঠিত সুপ্রিম কোর্টের জাজেস কমিটি।
শনিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে এই কমিটি রাজধানীর উমেশ দত্ত রোডের পুরোনো কারাগার পরিদর্শন করেন। সেখানে তারা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কারাগারে যেসব কক্ষে বন্দি ছিলেন, সেগুলো ঘুরে দেখেন। পরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। এরপর পুরোনো কারাগারে বঙ্গবন্ধু জাদুঘরও পরিদর্শন করেন এই বিচারপতিরা।
প্রধান বিচারপতির সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাজেস কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি নুরুজ্জামান ননী, বিচারপতি ওবায়দুল হাসান শাহীন, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, বিচারপতি জে.বি.এম হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি শাহিনুর ইসলাম। কমিটি বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতেও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর, সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন