- রাজধানী
- আইসিসি বাংলাদেশের সহসভাপতি হওয়ায় এ. কে. আজাদকে বিসিআই’র অভিনন্দন
আইসিসি বাংলাদেশের সহসভাপতি হওয়ায় এ. কে. আজাদকে বিসিআই’র অভিনন্দন

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদকে অভিনন্দন জানান বিসিআই নেতৃবৃন্দ- সমকাল
হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সহসভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।
বুধবার দুপুরে বিসিআই-এর পক্ষ থেকে রাজধানীর তেজগাঁওয়ে হা-মীম গ্রুপের প্রধান কার্যালয়ে এ. কে. আজাদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিসিআই পরিচালক যশোদা জীবন দেবনাথ।
এসময় উপস্থিত ছিলেন, বিসিআই ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক মোহাম্মদ খায়ের মিয়াসহ ব্যবসায়ী নেতারা।
আইসিসি বাংলাদেশের নব নির্বাচিত সহসভাপতি এ.কে. আজাদ এ সময় বিসিআই কর্মকর্তাসহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এর আগে সোমবার অনুষ্ঠিত আইসিসি বাংলাদেশের নির্বাহী বোর্ডের বৈঠকে দেশের বিশিষ্ট ব্যবসায়ী এ. কে. আজাদকে সহসভাপতি নির্বাচিত করা হয়।
গত বছরের ১ জুলাই ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের মৃত্যুতে আইসিসিবির সহসভাপতি পদটি শূন্য হয়। এ. কে. আজাদ এর আগে এ সংগঠনের নির্বাহী বোর্ডের সদস্য ছিলেন।
মন্তব্য করুন