রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের প্রদর্শনী মেলা।

নারী উদ্যোক্তাদের বেশ কিছু প্রতিষ্ঠান এতে অংশ নেয়। করোনার কারণে দীর্ঘদিন এসব নারী উদ্যোক্তারা ব্যবসায়িক ক্ষতির মধ্যে ছিলেন।

এই মেলা নতুন করে এসব নারী উদ্যোক্তাদের মনে আশার সঞ্চার করে করেছে বলে জানিয়েছেন অংশ নেওয়া নারী উদ্যোক্তারা। তাদের মতে, বাংলাদেশে এমনিতেই ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সরকারি পৃষ্ঠপোষকতার অভাব। তার ওপর করোনা এসে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে চরম হতাশা তৈরি করেছে। এই হতাশা থেকে বেরিয়ে আসতে শরীস সাফায়ার নামক একটি টিম এই মহতী উদ্যোগের আয়োজন করে।

এই টিমের ৩ সদস্য রাবেয়া খাতুন, সুমনা রহমান ও সানজিদা অরনি জানান, তাদের এই আয়োজনে আরও ১৪ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তা অংশ নেন। এখানে তারা প্রত্যেকের নিজস্ব পণ্য প্রদর্শনের সুযোগ পায় এবং তাদের ব্যবসাও ভালো হয়েছে। আগামীতে শরীস সাফায়ার নামক এই সংগঠনটি আরো বড় পরিসরে নারী উদ্যোক্তাদের জন্য নতুন আয়োজন করবে।

শুধুমাত্র বেসরকারিভাবে উদ্যোগ নিলেই নারী উদ্যোক্তারা সফল হতে পারবে না। এজন্য সরকারের পৃষ্ঠপোষকতারও প্রয়োজন রয়েছে বলে মনে করেন উদ্যোক্তারা।

প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর হলো- সানাহ শরিফ, মারভ বাই নাজিয়া, আবহমান বাই রাফিয়া, লা ডিমোরা, মেরি নেশন, লাহা, সুজানাজ, সোনিয়া মমতাজ, হ্যাভেনলি ডেজার, রেড চেরি, তাইয়ে্যবা ক্লোজেট, সামার বাই সানজিদা, জাইয়ানা বাই সুমনা, এফএসকে ফ্যাশন, হোয়াইট ব্লজম, সুজানাজ ক্লোজেট, মহুয়া শরফুদ্দিন, হেনা ও শারকিয়া। সংবাদ বিজ্ঞপ্তি