- রাজধানী
- বোমা সদৃশ বস্তু দেখিয়ে স্বর্ণের দোকানে ছিনতাই চেষ্টা
বোমা সদৃশ বস্তু দেখিয়ে স্বর্ণের দোকানে ছিনতাই চেষ্টা

রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটে স্বর্ণের দোকানে বোমা সদৃশ বস্তু দেখিয়ে ছিনতাই চেষ্টা চালানোর সময় সাইফুল ইসলাম নামে এক যুবক গ্রেফতার হয়েছে।
শনিবার রাত সোয়া ৮টার দিকে মার্কেটের নিচতলায় প্যারাগন জুয়েলার্সে একটি এমিটেশনের বালা নিয়ে যান তিনি। বালাটি দেখিয়ে এটা বানাতে সমপরিমাণ স্বর্ণ দিতে বলেন দোকানিদের। এ নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে বোমা মেরে দোকান উড়িয়ে দেওয়ার হুমকি দেন সাইফুল। এমন কৌশল প্রয়োগ করে দোকান থেকে স্বর্ণ ছিনতাইয়ের ছক ছিল তার। সেটা করতে ব্যর্থ হওয়ার পর দৌড়ে পালানোর সময় আশপাশের হকাররা সাইফুলকে আটক করে। পরে পুলিশ হেফাজতে তাকে দেওয়া হয়।
পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক সমকালকে জানান, স্বর্ণের দোকানে ছিনতাই করতে কৌশলে নকল বোমা নিয়ে গিয়েছিল ওই যুবক। তার হাতে মরিচের গুড়াও ছিল। তার বাড়ি মাদারীপুরে।
মন্তব্য করুন