- রাজধানী
- ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)।
র্যাবের পক্ষ থেকে মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইকবাল বলে র্যাব সূত্র জানিয়েছে।
এ বিষয়ে দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় দণ্ডিত ৩৩ আসামি কারাগারে থাকলেও পলাতক ছিলেন ১৬ জন। ইকবাল গ্রেপ্তার হওয়ায় এখন পলাতক রইলেন ১৫ জন।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার মামলায় নানা প্রতিকূলতা পেরুনোর পর ২০১৮ সালের ১০ অক্টোবর রায় দেয় বিচারিক আদালত।
ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায়ে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেয়।
তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয় আরও ১১ জনের।