- রাজধানী
- লেখক মুশতাকের মৃত্যুর বিচার দাবি প্রগতিশীল ছাত্র জোটের
লেখক মুশতাকের মৃত্যুর বিচার দাবি প্রগতিশীল ছাত্র জোটের

ছবি: সমকাল
গাজীপুরের কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিচারসহ তিন দফা দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। শনিবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানায় সংগঠনটির নেতৃবৃন্দ।
তাদের অন্যান্য দাবিগুলো হলো- ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে এই আইনে গ্রেপ্তারদের অবিলম্বে মুক্তি দেওয়া এবং শুক্রবার সন্ধ্যায় শাহবাগে মশাল মিছিলে গ্রেপ্তারদের নিঃশর্তে মুক্তি দেওয়া।
জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়ের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক দিপক শীল, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জাহিদ সুজন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মইন উদ্দীনসহ জোটের অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে আল কাদেরী জয় বলেন, ‘অনতিবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে এবং আটককৃতদের মুক্তি দিতে হবে।’ এ সময় তিনি অবিলম্বে তাদের দাবি মেনে না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। সমাবেশ থেকে ১ মার্চ ছাত্র জোটের ব্যানারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় ঘেরাও এবং ৩ মার্চ আম-জনতার ব্যানারে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ পদযাত্রা কর্মসূচি ঘোষণা দেন তিনি।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতৃবৃন্দ। মিছিলটি শাহবাগ মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টের সামনে অবস্থিত শাকুরা পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় শাহবাগ মোড়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ তারা আবারও একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ থেকে তাদের ঘোষিত কর্মসূচিতে সবাইকে অংশ গ্রহণ করার আহ্বান জানান আল কাদেরী জয়।
মন্তব্য করুন