- রাজধানী
- কারওয়ান বাজারে মার্কেটে আগুন
কারওয়ান বাজারে মার্কেটে আগুন

শনিবার রাতে রাজধানীর কারওয়ান বাজার হাসিনা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে-সমকাল
রাজধানীর কারওয়ান বাজার হাসিনা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের প্রচেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরহাদুল আলম সমকালকে জানান, কীভাবে আগুন লাগে তা জানা যায়নি। প্রথমে ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও পরে আরও ৬টি ইউনিট বাড়ানো হয়। এরপর রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারওয়ান বাজারে আগুন লাগলে পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণে চলে আসে। পরে অন্য একটি দোকান থেকে ফের আগুন ছড়িয়ে পড়ে। এরপর ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে সহযোগীতা করেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা।
মন্তব্য করুন