- রাজধানী
- সাংবাদিক নির্যাতনে জড়িতদের গ্রেপ্তার চায় ডিইউজে
সাংবাদিক নির্যাতনে জড়িতদের গ্রেপ্তার চায় ডিইউজে

হেফাজতের হরতালে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় পৃথক আইন করারও দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, ডিইউজের সহসভাপতি এম এ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন ডিইউজের যুগ্ম মহাসচিব খায়রুল আলম।
ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের ওপর হেফাজতের কর্মী-সমর্থকদের হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিয়ে হেফাজতের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করতে চায়। এই অপশক্তিকে রুখে না দিলে আগামীতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।
মন্তব্য করুন