- রাজধানী
- হাতিরঝিলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাচীরে প্রাইভেটকারের ধাক্কা, নারী নিহত
হাতিরঝিলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাচীরে প্রাইভেটকারের ধাক্কা, নারী নিহত

রাজধানীর হাতিরঝিলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারের সড়কের পাশের প্রাচীরে ধাক্কা লাগে। এতে ওই প্রাইভেটকারে থাকা এক নারী নিহত হয়েছেন।
শনিবার সকালে হাতিরঝিলের আমবাগানের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম ঝিলিক আলম (২৩)। তার স্বামীর নাম সাদিক আলম। গাড়িটি চালাচ্ছিলেন সাদিক নিজেই।
হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ জানান, প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের প্রাচীরে ধাক্কা লাগে। এসময় ঝিলিক আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন