- রাজধানী
- লকডাউনে মার্কেট খোলা রাখার দাবিতে আবারও বিক্ষোভ
লকডাউনে মার্কেট খোলা রাখার দাবিতে আবারও বিক্ষোভ
সমকাল প্রতিবেদক |
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২১
আপডেট: ০৫ এপ্রিল ২০২১
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২১ । আপডেট: ০৫ এপ্রিল ২০২১
মার্কেট খোলা রাখার দাবিতে নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ- সংগৃহীত
লকডাউনে মার্কেট খোলা রাখার দাবিতে রাজধানীতে আবারও বিক্ষোভ হয়েছে।
সোমবার নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনীচকসহ আশপাশের এলাকার ব্যবসায়ী ও কর্মচারীরা এই দাবিতে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ব্যবসায়ী এবং কর্মচারীরা নিউ মার্কেট এলাকায় জড়ো হতে থাকেন। চন্দ্রিমা সুপার মার্কেট, নিউ মার্কেট, গাউছিয়া, নীলক্ষেত নূর মেনশনসহ বেশকিছু মার্কেটের পাশে অবস্থান নেন তারা। বিক্ষোভকারীরা মিছিলও করেছেন।
অনেকে স্লোগান দেন, ‘লকডাউন মানি না, মানব না’, ‘স্বাস্থ্যবিধি মানব, দোকানপাট খুলব’।
এরআগে রোববার দুপুরেও নিউমার্কেটের সামনের সড়কে অবস্থান নিয়ে দোকান খোলা রাখার দাবি জানান বিক্ষোভকারীরা।
ব্যবসায়ী বলেন, লকডাউন কার্যকর হলে পুরোদমে তা কার্যকর করতে হবে। কিছু কিছু জায়গায় যদি শিথিল করা হয় তাহলে আমাদের ব্যবসা চালাতে সুযোগ করে দিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে ৪-৫ ঘণ্টার জন্য মার্কেট খুলে দিতে হবে।
নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল হাসান বলেন, দোকান মালিক সমিতির নেতাদের লকডাউন পরিস্থিতি বোঝানো হয়েছে। এখন লোক কমে গেছে।পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
বিষয় : লকডাউন বিক্ষোভ নিউ মার্কেট
মন্তব্য করুন