- রাজধানী
- জকিগঞ্জে হেফাজত নেতা গ্রেপ্তার
জকিগঞ্জে হেফাজত নেতা গ্রেপ্তার

জয়নুল ইসলাম -সংগৃহীত ছবি
সিলেটের জকিগঞ্জে জয়নুল ইসলাম নামে হেফাজত ইসলামের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে জকিগঞ্জ শহরের একটি লাইব্রেরি থেকে তাকে আটক করে পুলিশ। পরে গত ২০ এপ্রিল জকিগঞ্জ থানায় পুলিশের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জয়নুল ইসলাম জকিগঞ্জ উপজেলার খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ও হেফাজত নেতা। তিনি বারহাল ইউনিয়নের মৃত মাও. সফিকুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, গ্রেপ্তারের পর শনিবার জয়নুলকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মন্তব্য করুন