- রাজধানী
- উত্তরায় ছুরিকাঘাতে যুবক খুন
উত্তরায় ছুরিকাঘাতে যুবক খুন

প্রতীকী ছবি
রাজধানীর উত্তরার আব্দুলল্গাহপুরে ছুরিকাঘাত করে আরেফিন শাকিল (২২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। রোববার রাত ৯টার দিকে স্থানীয় আইসি মেডিকেলের পেছনে শিকদার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পূর্ব শত্রুতার জেরে ওই হত্যাকাণ্ড হতে পারে।
শাকিল আব্দুল্লাহপুরে রাস্তার পাশে পোশাক বিক্রি করতেন। তিনি পরিবার নিয়ে দক্ষিণখাণের গোয়ালটেক এলাকায় থাকতেন।
শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তার স্বজন নাসির হোসেন জানান, ভূঁইয়া সাব্বির নামে এক যুবক শাকিল ও তার বান্ধবীকে ইফতারের দাওয়াত করে আব্দুল্লাহপুর এলাকায় নিয়ে যান। রাতে একপর্যায়ে কোনো কারণে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে আইসি হাসপাতালের পিছনে একটি গলিতে শাকিলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন সাব্বির। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের দুজনের মধ্যে পূর্ব শত্রুতা ছিল বলে জানান তিনি।
উত্তরা পূর্ব থানার ওসি কামাল উদ্দিন জানান, ঘটনা জানার পর হাসপাতালে পুলিশের একটি দল গেছে। নিহত যুবকের স্বজনদের সঙ্গে কথা বলে ঘটনা জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে মনে হয়েছে, পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড হয়েছে।
মন্তব্য করুন