রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা নিয়ে সমালোচনার মধ্যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার সকাল ১১টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরবেন।

এ বিষয়ে জানতে চাইলে সোমবার মন্ত্রী  আ ক ম মোজাম্মেল হক সমকালকে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ‘স্বাধীনতা স্তম্ভ নির্মাণ' প্রকল্প বাস্তবায়নে কাজ করছি। এজন্য কিছু গাছ কাটা হচ্ছে। পরিবেশবাদীরা এ নিয়ে প্রশ্ন তুলেছেন, অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে। এসব বিভ্রান্তি দূর করতে প্রকল্পের কার্যক্রম সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।

'গাছ কেটে রেস্টেুরেন্ট' শিরোনামে গত ৬ মে সমকালে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়। এ পরিপ্রেক্ষিতে ওইদিনই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্নিষ্টদেরকে আইনি নোটিশ পাঠায় সংক্ষুব্ধ পরিবেশবাদী বিভিন্ন সংগঠন, ব্যক্তি এবং সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনা সংরক্ষণের বিষয়ে রিটকারীর আইনজীবী মনজিল মোরসেদ। 

স্বাধীনতার স্মৃতিবিজড়িত স্থান সোহরাওয়ার্দী উদ্যানে স্মৃতিকেন্দ্র নির্মাণে গণপূর্ত অধিদপ্তরের একটি প্রকল্প বাস্তবায়নের জন্য বেশ কিছু গাছ ইতোমধ্যে কাটা হয়েছে। কাটার জন্য আরও কিছু গাছ চিহ্নিত করা হয়েছে।

সেখানে ‘রেস্তোরাঁ ও হাঁটার পথ’ নির্মাণের জন্য গাছ কাটা হচ্ছে অভিযোগ করে এর প্রতিবাদ জানিয়ে আসছে বিভিন্ন সংগঠন। গত কয়েকদিন ধরেই সেখানে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন প্রতিবাদকারীরা।