- রাজধানী
- ১০০ দুস্থ পরিবারকে পলাশকণ্ঠের ঈদ উপহার
১০০ দুস্থ পরিবারকে পলাশকণ্ঠের ঈদ উপহার

রাজধানীর সাংস্কৃতিক সংগঠন পলাশকণ্ঠ ১০০ দুঃস্থ পরিবারের মাঝে ঈদের উপহারসামগ্রী বিতরণ করেছে।
সোমবার মিরপুরের পলাশনগরে পলাশকণ্ঠের অস্থায়ী কার্যালয়ে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পলাশকণ্ঠের প্রতিষ্ঠাতা মেজবাহুর রহমান চৌধুরী টিপু, আহ্বায়ক শহীদুল ইসলাম ও সংগঠনের সদস্যরা। করোনা স্বাস্থ্যবিধি মেনেই এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এই উদ্যোগ প্রসঙ্গে পলাশকণ্ঠের প্রতিষ্ঠাতা মেজবাহুর রহমান চৌধুরী টিপু জানান, করোনা মহামারির এই দুঃসময়ে কঠিন সময় পার করছে সবাই। কর্মহীন হয়ে পড়েছে অনেকে। তারা প্রিয়জনকে ঈদ উপহার কিনে দিতে পারছনে না। সেই চিন্তা থেকে মানবিক উদ্যোগ হিসেবে ঈদের উপহারসামগ্রী দিচ্ছি আমরা। সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য করুন