- রাজধানী
- খাবারের বাটি আর কয়েল দিয়ে বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা
খাবারের বাটি আর কয়েল দিয়ে বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা

রাস্তার পাশে বসে আছেন ওই বৃদ্ধ -সমকাল
রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলার পাশের রাস্তার ধারে বসে আছেন এক বৃদ্ধ। তাকে ঘিরে মানুষের ছোটখাটো জটলা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে পুলিশও। তবে যে বৃদ্ধের জন্য এত সমাগম, তাকে রাস্তার পাশে ফেলে গেছে নিজের স্বজনরাই। সঙ্গে দিয়ে গেছেন পলিথিনে মোড়ানো দু’টি বাটির একটিতে বিরিয়ানী, আরেকটিতে গরুর মাংস। এছাড়াও দিয়েছেন দু’টি কয়েল আর ৫০ টাকার একটি নোট। ঘটনাটি রোববার রাত সাড়ে ১১টার।
স্থানীয় একটি বাড়ির দারোয়ান ও ঘটনার প্রত্যক্ষদর্শী মো. আশরাফ জানান, সন্ধ্যার আগমুহূর্তে এক ব্যক্তি রিকশা থেকে ওই বৃদ্ধকে রাস্তার পাশে নামিয়ে দিয়ে যান। এরপর থেকে ওই বৃদ্ধ রাত ৯টা পর্যন্ত সেখানেই বসে থাকলেও স্বজনদের কেউ আসেনি। পরে পথচারী দুই যুবক ওই বৃদ্ধকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে পুলিশকে জানিয়ে চলে যায়।
তিনি বলেন, ওই বৃদ্ধ তেমন কোনো কথাই বলছেন না। এমনকি নিজের নাম-ঠিকানাও বলেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক নারী জানান, ওই বৃদ্ধকে ফেলে যাওয়া ব্যক্তিটিকে দেখে সম্ভ্রান্ত বলেই মনে হয়েছে তার। বৃদ্ধকে রিকশা থেকে নামিয়ে দেওয়ার সময় আশপাশের কেউ বুঝতেই পারেননি তাকে ফেলে যাওয়া হচ্ছে।
তিনি বলেন, বৃদ্ধ লোকটিকে দেখে শারীরিকভাবে অসুস্থও মনে হচ্ছে না। এত বয়স্ক কোনো ব্যক্তিকে এভাবে কেউ রাস্তায় ফেলে যেতে পারে! আসলেই দিনকে দিন বিবেকহীন হয়ে পড়ছে মানুষ।
ঘটনাস্থলে থাকা মোহাম্মদপুর থানার এএসআই হারুন জানান, ৯৯৯ এ ফোন পেয়ে তারা ঘটনাস্থলে এসেছেন। তারা আশপাশে খুঁজেও ওই বৃদ্ধের কোনো স্বজনকে পাননি। ওই বৃদ্ধও নিজের নাম-পরিচয় বলতে পারছেন না।
তিনি বলেন, আপাতত ওই বৃদ্ধকে উদ্ধার করে থানায় নেওয়া হবে। পরে উর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন