- রাজধানী
- পল্লবীতে যুবককে কুপিয়ে হত্যা
পল্লবীতে যুবককে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি
রাজধানীর পল্লবীতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার বিকেলে এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ বলছে, জমিজমা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে মো. সাইনুদ্দিন (৪০) নামে ওই যুবক খুন হয়েছেন।
পুলিশ জানিয়েছে, সাইনুদ্দিনের বাড়ি মিরপুর-১২ নম্বর সেকশনে। নির্দিষ্ট কোনো পেশা ছিল না তার। জমিজমা ও আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ সুমনের সঙ্গে তার বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। রোববার বিকেল ৫টার দিকে ১২ নম্বর সেকশনের ৩১ নম্বর রোডে তাকে একা পেয়ে সুমন ও তার লোকজন এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই মারা যান সাইনুদ্দিন।
পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন