ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার ঘটনায় মুসলিম বিশ্ব, জাতিসংঘ, আরব লীগ এবং ওআইসিকে অবিলম্বে জরুরি বৈঠকে বসে আইনি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান, মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী।

সোমবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ আহ্বান জানান তিনি। পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজ, আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামসহ বিভিন্ন সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।


মাওলানা সৈয়দ সাইফুদ্দীন বলেন, শক্তিধর দেশগুলোর ইন্ধনে ও প্রশ্রয়ে দিন দিন বেপরোয় হয়ে উঠেছে ইসরাইল। ওরা রমজান মাসে ইফতারের সময় এমনকি ঈদুল ফিতরের দিনেও মুসলমানদের পুণ্যস্থান মসজিদুল আকসায় নামাজরত মুসল্লিদের ওপর বর্বর হামলা চালিয়ে শত শত নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের শহীদ করেছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মইনীয়া ওলামা মাশায়েখ ফোরামের সাধারণ সম্পাদক, মুফতি বাকি বিল্লাহ আল আযহারি, আনজুমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভাকেট জালালুদ্দিন মাইজভাণ্ডারী, কেন্দ্রীয় প্রচার সম্পাদ মাওলানা রুহুল আমিন ভুইয়া চাঁদপুরী, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক শাহ মো: ইব্রাহীম মিয়া, মাওলানা শেখ সাদি আবদুল্লাহ সাদকপুরী, মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক, শাহ মোহাম্মদ আসলাম হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঢালি কামরুজ্জামান হারুন, সহ-সাংগঠনিক সম্পাদক প্রমুখ।