ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে এই সমাবেশ থেকে ফিলিস্তিনে গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইসরায়েলের বিচার ও শাস্তির দাবি জানানো হয়েছে। সমাবেশ শেষে ইসরায়েলি পতাকা আগুন দিয়ে পোড়ানো হয়। পরে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তব্য দেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরো সদস্য কামরূল আহসান, ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, মোস্তফা আলমগীর রতন, কিশোর রায়, শাহানা ফেরদৌস লাকী, সাদাকাত হোসেন খান বাবুল, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, যুব মৈত্রীর সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স, ছাত্র মৈত্রীর সভাপতি আব্দুল মোতালেব জুয়েল প্রমুখ।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি বাস্তবায়নের তাগিদ দিয়ে নেতারা এই সমাবেশে বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ফিলিস্তিনের মহান নেতা ইয়াসির আরাফাত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর ন্যায্যতা তুলে ধরেছিলেন। তারা বলেন, জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী ও তাদের আবাসভূমি। অথচ জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র মর্যাদা দেওয়ার যে প্রস্তাব নেওয়া হয়েছিল, তা যেন কাগুজে বিষয় হয়ে আছে। ইসরায়েল অনবরত ফিলিস্তিনিদের ওপর যে বর্বর হামলা করছে, তা বন্ধ করতেও জাতিসংঘ অপারগ হয়ে পড়েছে। বিশ্ববাসীকে এই গণহত্যা ও হামলা রুখে দাঁড়াতে হবে।

ওয়ার্কার্স পার্টির নেতারা আরও বলেন, বাংলাদেশ শুরু থেকে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের প্রতি সমর্থন জানিয়ে এসেছে। এই সমর্থন অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের সংবিধানের বিদেশ নীতিতে জোটনিরপেক্ষতা ও সকলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি বজায় রাখতে হবে। কোনো সামরিক জোটে বাংলাদেশের যাওয়ার অবকাশ নেই।