পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘন্টা আটকে রেখে লাঞ্ছনা, সাজানো মামলায় গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব এবং টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের সংগঠন টিআরএনবি।

ডিক্যাবের সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক এ কে এম মইনুদ্দিন স্বাক্ষরিত বলা হয়, রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দীর্ঘ সময় আটকে রেখে নির্যাতন, মামলা, গ্রেপ্তার কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় ডিক্যাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ডিক্যাব রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা উদ্দেশ্যমূলক মামলা প্রত্যাহার সহ তার নিঃশর্ত মুক্তি চায়।

টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদী ও সমীর কুমার দে স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, পেশাগত দায়িত্বপালনের সময় অনুসন্ধানী সাংবাদিকতায় পরিচিত মুখ সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘন্টা আটকে রেখে লাঞ্ছনা এবং পরবর্তী সময়ে সাজানো মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে টেলিকম রিপোটার্স নেটওয়ার্ক' বাংলাদেশ-টিআরএনবি। এ ঘটনা দেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনে চরম উদ্বেগ ও অনিরাপত্তার সৃস্টি করেছে। টিআরএনবি অবিলম্বে সাজানো মামলা প্রত্যাহারসহ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করছে।