রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটি বাসায় আগুন লেগে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

শনিবার ভোর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. সোহেল (৩৫), তার স্ত্রী লাবনি আক্তার হাওয়া (২৫) ও তার দুই বছর বয়সী ছেলে মো. মোরসালিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবোদয় হাউজিংয়ের সি ব্লকের ২ নম্বর টিনসেড বাড়িতে তারা ভাড়া থাকে পরিবারটি। রাত ৩টার দিকে তাদের বাসায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেন, মোহাম্মদপুর স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরিবারের তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে গ্যাস লাইন লিকেজ থাকার কারণে রুমের ভেতর গ্যাস জমে ছিল। রাতে মশার কয়েল ধরালে গ্যাসের সংস্পর্শে এই আগুনের সূত্রপাত হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দায়িত্বরত চিকিৎসক বলেন, সোহেলের শরীরের ৭৫ শতাংশ, লাবনির ৩০ শতাংশ ও মোসালিনের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে।