ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

একতরফা নির্বাচনের পথ পরিহারের দাবি

একতরফা নির্বাচনের পথ পরিহারের দাবি

ছবি: সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ০২:০৭

সংঘাত-সংঘর্ষ ও একতরফা নির্বাচনের পথ পরিহার, দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং শ্রমিক হত্যার বিচার, ক্ষতিপূরণ, ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে প্রতিবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ।

শুক্রবার বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এ প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে’র সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সমাজ অনুশীলন কেন্দ্রের কামাল হোসেন বাদল। এতে বক্তব্য রাখেন প্রগতি লেখক সংঘের রঘু অভিজিৎ রায়, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের মফিজুর রহমান লাল্টু, ভাসানী পরিষদের ডা. হারুনুর রশিদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জাকির হোসেন প্রমুখ।

whatsapp follow image

আরও পড়ুন

×