- রাজধানী
- মোহাম্মদপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন পুলিশ-আনসার সদস্যরা
মোহাম্মদপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন পুলিশ-আনসার সদস্যরা

ঢাকার মোহাম্মদপুর থানার পুলিশ ও আনসার সদস্যদের বিনামূল্যে ‘ফুলবডি হেলথ চেক-আপ’ করে দিয়েছে উদ্দীপন-প্রোব হেলথকেয়ার নামের একটি বেসরকারি সংস্থা। শনিবার দিনভর এই স্বাস্থ্যসেবা নেন মোহাম্মদপুর থানার শতাধিক পুলিশ ও আনসার কর্মকর্তা-কর্মচারী।
কর্মসূচির উদ্বোধন করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ। এ সময় প্রোব অ্যাডভান্সড ডায়াগনস্টিক ও ক্লিনিক্যাল রিসার্চ ল্যাবরেটরির ব্যবস্থাপনা পরিচালক বিজয় কুমার দাস এবং উদ্দীপন-প্রোব হেলথকেয়ারের চিকিৎসক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈশ্বিক মহামারি করোনাকালে উদ্দীপন-প্রোব হেলথকেয়ারের 'আমার স্বাস্থ্য, আমার সুরক্ষা'র আওতায় বিশেষ এই স্বাস্থ্যসেবা পরিচালিত হয়। এ সময় ভারতের ভেলোরের খ্রিষ্টিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালের মান নিয়ন্ত্রণের মাধ্যমে সব ধরনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা এবং উচ্চমানের স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, এই কার্যক্রমের আওতায় প্রথম পর্যায়ে ঢাকার বিভিন্ন থানায় কর্মরত করোনার সম্মুখযোদ্ধা পুলিশ সদস্যদের বিনামূল্যে ফুলবডি হেলথ চেক-আপ করে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সকল থানায় এই কার্যক্রম পরিচালিত হবে। শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র ও অনলাইন মিডিয়ায় যুক্ত গণমাধ্যমকর্মীরাও বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা পাবেন।
মন্তব্য করুন