রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় আমেনা খাতুন (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে তাকে বাসা থেকে অচেনত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কীটনাশক পানে তিনি আত্মহত্যা করেছেন বলে স্বজনেরা জানালেও পুলিশ তা নিশ্চিত করেনি।

আমেনার স্বামী মজনু মিয়া পেশায় মাছ ব্যবসায়ী। তিনি জানান, সকালে ঘুম থেকে ওঠার পর স্ত্রীকে বিছানায় অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার ধারণা, স্ত্রী কীটনাশক পান করে মারা যেতে পারেন। তবে এর কারণ তিনি জানেন না।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বাবলু মিয়া বলেন, ওই নারী কীটনাশক পানে মারা গেছে বলে পুলিশ খবর পেয়েছে। তবে ঘটনার তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া বিস্তারিত বলা যাচ্ছে না। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

স্বজনেরা জানান, আমেনা খাতুনের আট মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তার গ্রামের বাড়ি হবিগঞ্জে।