পুরান ঢাকার চকবাজারের বেগমবাজার এলাকায় নকল ঘি তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে অন্তত ৫ মণ নকল ঘি জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

কারখানাটির মালিক ও তিন কারিগরকেও গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ডিবির লালবাগ বিভাগ এই অভিযান চালায়।

গ্রেপ্তার তিনজন হলেন- আব্দুল সামাদ (৭৫), রবিউল ইসলাম (৪৩), মো. শাহজাহান (২৪) এবং সোহাগ হোসেন (৩১)। তাদের মধ্যে সামাদ নকল কারখানাটির মালিক, অপর তিনজন কর্মচারী।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবির লালবাগ বিভাগের সহকারী কমিশনার ফজলুর রহমান সমকালকে বলেন, দীর্ঘ নজরদারীর পর শনিবার তারা নকল ঘি তৈরির কারখনায় অভিযান চালান। এই কারখানা থেকে নিম্নমানের নানা উপাদান দিয়ে ঘি তৈরি করা হতো। এরপর এগুলো বাজারে প্রচলিত ও প্রতিষ্ঠিত নানা কোম্পানির মোড়ক ও কৌটা নকল করে নকল ঘি ভরে বাজারজাত করা হতো। অন্তত ৮ বছর ধরে সামাদ তার কর্মচারীদের নিয়ে এই অপকর্ম করে আসছিলেন।

ডিবির এই কর্মকর্তা বলেন, নকল এসব ঘি ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হতো। ঘি নামে সাধারণ মানুষ মূলত নানা রাসায়নিক কিনে প্রতারিত হচ্ছিলেন।