- রাজধানী
- প্রকল্পের মধ্যে সমন্বয়হীনতায় জলাবদ্ধতা: মেয়র তাপস
প্রকল্পের মধ্যে সমন্বয়হীনতায় জলাবদ্ধতা: মেয়র তাপস

শেখ ফজলে নূর তাপস। ছবি: সমকাল
মেট্রোরেল প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের মধ্যে সমন্বয়হীনতা ও সামগ্রিকভাবে পরিকল্পনা না করার কারণেই ঢাকা শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, এসব প্রকল্পের কারণে পানি নিস্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে গুচ্ছ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে বুধবার নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের টিকাটুলী খেলার মাঠের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নগরবাসী জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের সুফল আগামী বছর থেকে পাওয়া শুরু করবে জানিয়ে ডিএসসিসি মেয়র তাপস বলেন, অবকাঠামো উন্নয়নে যে কাজগুলো হাতে নেওয়া হয়েছে, তা শেষ হলেই নগরের বিভিন্ন এলাকা ক্রমান্বয়ে জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি হবে।
মতিঝিল এলাকার জলাবদ্ধতা প্রসঙ্গে মেয়র বলেন, এই এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য নেওয়া প্রকল্পগুলো সময়মতো শেষ করতে পারেনি ঠিকাদার। আমি দায়িত্ব পাওয়ার পরই ওই ঠিকাদারকে বাদ দিয়েছি এবং নতুন করে দরপত্র আহ্বান করে কাজ শেষ করা হয়েছে। এ ছাড়া ফকিরাপুলের টয়েনবি সার্কুলার রোডে জলাবদ্ধতা নিরসনের কাজ চলছে। এগুলো শেষ হলে জলাবদ্ধতা থাকবে না।
ব্যারিস্টার তাপস বলেন, প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ করতে চাই, যাতে ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারে।
এর আগে মেয়র তাপস মুক্তাঙ্গনে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন এবং ফকিরাপুল মোড় থেকে মতিঝিল পেট্রোল পাম্প এলাকা পর্যন্ত জলাবদ্ধতা নিরসনের কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি রায়েরবাগ থেকে শনির আখড়া পর্যন্ত কয়েকটি জলজটপ্রবণ এলাকা পরিদর্শন করেন এবং আজিমপুর শিশুপার্কের উদ্বোধন করেন।
এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন