ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

ঢাকায় ওস্তাদ শাহাদাত হোসেন খান স্মরণে সংগীতানুষ্ঠান বিকেলে

ঢাকায় ওস্তাদ শাহাদাত হোসেন খান স্মরণে সংগীতানুষ্ঠান বিকেলে

ছবি: ওস্তাদ শাহাদাত হোসেন খান মিউজিক ফাউন্ডেশনের সৌজন্যে

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ১৩:০০

উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সরোদবাদক এবং সংগীতজ্ঞ ওস্তাদ শাহাদাত হোসেন খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে এক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

ওস্তাদ শাহাদাত হোসেন খান মিউজিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানের শুরুতে শাহাদাত হোসেন খানের বর্ণাঢ্য ও কর্মময় জীবন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হবে। আলোচনা পর্বের পর ফাউন্ডেশনের কর্মসূচি ঘোষণা করা হবে। ফাউন্ডেশনের প্রচার সম্পাদক আফসানা খান গতকাল শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানান।

সংগীতানুষ্ঠানে সরোদ বাজাবেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সরোদ বাদক ও ওস্তাদ আলি আকবর খানের পৌত্র সিরাজ আলি খান। তাঁর সঙ্গে তবলায় থাকবেন পন্ডিত অরূপ চট্টোপাধ্যায়। এরপর বাঁশিতে মুর্তজা কবির মুরাদ এবং মোহন বীণায় দীপন সরকার উচ্চাঙ্গ সংগীত বাজাবেন। তাঁদের সঙ্গে তবলায় থাকবেন জাকির হোসেন এবং বিশ্বজিৎ কুমার নাট্টা।

খেয়াল পরিবেশন করবেন ভারতীয় কণ্ঠশিল্পী আদিত্য নির্মল। তাঁর সঙ্গে তবলায় রাহুল চট্টোপাধ্যায় এবং হারমোনিয়ামে ধ্রুব সরকার থাকবেন।

সবশেষে সরোদ ও সেতারের ‘যুগলবন্দী’ পরিবেশন করবেন ওস্তাদ শাহাদাত হোসেন খানের দুই মেয়ে আফসানা খান ও রুখসানা খান। তাঁদের সঙ্গে তবলায় থাকবেন তবলাশিল্পী জাকির হোসেন।

অনুষ্ঠানে সংগীতের গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী সকলকে উপস্থিত হবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

whatsapp follow image

আরও পড়ুন

×