ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

সাড়ে ৫ ভরি চোরাই সোনাসহ গৃহকর্মী গ্রেপ্তার

সাড়ে ৫ ভরি চোরাই সোনাসহ গৃহকর্মী গ্রেপ্তার

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ১৮:১২

রাজধানীর বনানীর একটি বাসায় চুরির ঘটনায় জেসমিন আক্তার ওরফে সাথী আক্তার নামে এক গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে সাড়ে ৫ ভরি স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে।

শুক্রবার রাজধানীর কড়াইল বস্তি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার জেসমিন বনানীর একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন। কাজের সুবাদে বাসার কোথায় স্বর্ণালঙ্কার রাখা হতো, তা জানতেন তিনি। ২১ নভেম্বর রাতে জেসমিন ওই বাসা থেকে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যান। এ ঘটনায় ২৩ নভেম্বর ভুক্তভোগী বাদী হয়ে বনানী থানায় মামলা দায়ের করেন।

বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সিসি ক্যামেরার ফুটেজ থেকে শনাক্ত করার পর জেসমিনকে গ্রেপ্তার করা হয়।

whatsapp follow image

আরও পড়ুন

×