ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

মায়ার বড় ছেলে দীপু মারা গেছেন

মায়ার বড় ছেলে দীপু মারা গেছেন

সাজেদুল হোসেন চৌধুরী দীপু- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ১৮:৪২ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩ | ১৯:২৩

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দীপু মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।

গত ২৮ নভেম্বর রাতে তিনি হৃদরোগের সমস্যা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়।

দীপুর মৃত্যুতে চাঁদপুরের মতলবে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন রুহুল, সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির শোক প্রকাশ করেছেন।

সাজেদুল হোসেন চৌধুরী দিপু ২৮ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার দুই ছেলে এক মেয়ে রয়েছে। তার বয়স হয়েছিল ৫৩ বছর।

whatsapp follow image

আরও পড়ুন

×