ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, আহত ২

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, আহত ২

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ২০:৩৯ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩ | ২২:২৭

রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তাসহ দু’জন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার রাত ৭টার দিকে ফার্মভিউ সুপারমার্কেটের সামনে ব্যস্ত সড়কে যানজটে ককটেলটির বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

আহত দু’জন হলেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ইমদাদুল হক খান ও তার ভাতিজা নাজমুস সাদাত।

বিস্ফোরণের পর ব্যস্ত রাস্তাটি ফাঁকা হয়ে যায়। রাস্তা ও ফুটপাতে থাকা লোকজন আশপাশের বিভিন্ন ভবনের ভেতরে ঢুকে পড়েন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান সমকালকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে ফার্মগেটে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেলে মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ওসি আরও জানান, আশপাশের কোনো ভবন থেকে ককটেলটি ছোড়া হয়েছে। পুলিশের একটি টিম ঘটনাস্থলে আছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

whatsapp follow image

আরও পড়ুন

×