রাজধানীতে অসহায় পথচারীদের মাঝে খাবার বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন। মঙ্গলবার রাতে পাঁচ শতাধিক পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করে তারা। 

রাজধানীর হাইকোর্ট মাজার প্রাঙ্গণ, ঢাকা মেডিকেল কলেজ, শহীদ মিনার, কাকরাইল, খিলগাঁও ও মালিবাগ মোড়ে এই খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, জাতীয় সাংবাদিক ফোরামের মহাসচিব লায়ন কে এম. আসাদুজ্জামান, বাংলার টিভি ৭১ এর চেয়ারম্যান লায়ন হাফিজুর রহমান ও অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামস উল ইসলাম ও লায়ন সোহাগ পাটোয়ারি। তারা সমাজের সকল মানুষদের করোনাকালীন সময়ে পাশে থাকার আহ্বান জানান।