- রাজধানী
- চতুর্থ দিনের মতো খাদ্য সহায়তা দিল ‘কমিউনিটি কিচেন’
চতুর্থ দিনের মতো খাদ্য সহায়তা দিল ‘কমিউনিটি কিচেন’

চতুর্থ দিনের মতো শ্রমজীবী মানুষদের মাঝে খাদ্য সহায়তা দিল ‘কমিউনিটি কিচেন’।
বাসদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে কেরানীগঞ্জ উপজেলার দোলেশ্বর এলাকায় এ খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি আল কাদেরী জয়, কেরানীগঞ্জ উপজেলা বাসদ নেতা মনির হোসেন মলিন, দোলেশ্বর বাসদ কর্মী মাহাবুব হোসেন, রাকিব হোসেন ও সুত্রাপুর থানা শ্রমিক ফ্রন্ট এর সাংগঠনিক সম্পাদক মোঃ ইমন।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মন্তব্য করুন