- রাজধানী
- ট্রাকের ধাক্কায় ২ হোটেল কর্মচারী নিহত
ট্রাকের ধাক্কায় ২ হোটেল কর্মচারী নিহত

প্রতীকী ছবি
রাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় দুই হোটেল কর্মচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জাকির হোসেন (৩০) ও মো. শাকিল (১৭)।
তারা গুলিস্তান বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে রাজ হোটেলের কর্মচারী ছিলেন। দুজনেরই গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। কর্মস্থল রাজ হোটেলেই থাকতেন তারা।
পুলিশ জানিয়েছে, রাতে তারা দুইজন হোটেলের ময়লা ফেলতে গিয়েছিলেন গুলিস্তান ফোয়ারার পাশের ডাস্টবিনে। সেখান থেকে ফেরার সময় একটি বেপরোয়া গতির ট্রাক তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ মর্গে। ট্রাকটি জব্দ ও চালক মো. মিছিলকে গ্রেপ্তার করেছে রাতের টহলরত পুলিশ।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) দেলোয়ার হোসেন জানান, গ্রেপ্তার চালক মিছিলের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন