- রাজধানী
- বাড্ডায় অসহায় মানুষের মাঝে ঈদের উপহার পৌঁছে দিল আ.লীগ
বাড্ডায় অসহায় মানুষের মাঝে ঈদের উপহার পৌঁছে দিল আ.লীগ

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্দেশে অসহায় ও গরিব মানুষের মাঝে ঈদের উপহার পৌঁছে দিয়েছে ৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগ। শুক্রবার বিকেল ৩টার দিকে পূর্ব বাড্ডা জয়বাংলা মোড়ে এসব উপহার দেওয়া হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল- ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই ও ১ লিটার তেল।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ও সাবেক সফল ছাত্র নেতা ফারুক মিলন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য হাজি জাহাঙ্গীর আলম, বাড্ডা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান, ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর হাজি জাহাঙ্গীর আলম, বাড্ডা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন সিকদার সুমন, ৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি এমদাদ হোসেন এবং আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন