ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

অবরোধের সমর্থনে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

অবরোধের সমর্থনে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

অবরোধের সমর্থনে ফকিরাপুল এলাকায় বিক্ষোভ মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩ | ১৩:৪১

সরকার পতনের এক দফা দাবিতে আজ রোববার থেকে সারাদেশে আবার ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। 

অবরোধের সমর্থনে আজ রোববার সকালে রাজধানীর ফকিরাপুল এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। 

মিছিলে নেতৃত্ব দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। আরও উপস্থিত ছিলেন পল্টন, মতিঝিল ও শাজাহানপুর থানা যুবদলের নেতাকর্মীরা। 

মিছিল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, একতরফা তপশিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে স্লোগান দেওয়া হয়।

whatsapp follow image

আরও পড়ুন

×