করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীসহ সারাদেশে চলছে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ। চলমান বিধিনিষেধের ১২তম দিনে মঙ্গলবার রাজধানীতে গণপরিবহন ছাড়া প্রায় সব ধরনের গাড়ি চলছে। বিশেষ করে ব্যক্তিগত গাড়ি সড়কে বেশি দেখা যাচ্ছে।

মঙ্গলবার সকালে রাজধানীর ফার্মগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি, সাতরাস্তা ও কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা যায়, গত কয়েকদিনের তুলনায় আজ সড়কে মানুষ ও যানবাহনের সংখ্যা বেশি। অন্যান্য দিনের তুলনায় নগরীতে ব্যক্তিগত গাড়ি, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের গাড়ি, পণ্যবাহী গাড়ির চাপ অনেক বেড়েছে বলে জানিয়েছেন মাঠপর্যায়ে দায়িত্বপালনকারী ট্রাফিক পুলিশের সদস্যরা।

এর পাশাপাশি মহানগরীতে ব্যক্তিগত মোটরসাইকেল এবং সিএনজিচালিত অটোরিকশায় করে অনেকেই যাত্রী পরিবহন করছেন। সকাল থেকে অনেক গাড়িকে সিগন্যালেও আটকে থাকতে হচ্ছে। 

মাঠে দায়িত্বপালনকারী একাধিক ট্রাফিক পুলিশ সদস্য জানান, রাস্তায় গাড়ির চাপ বাড়ার কারণে তাদের দায়িত্ব পালন করতে হিমশিম খেতে হচ্ছে। ঘর থেকে বের হওয়া অধিকাংশ মানুষকেই তারা জিজ্ঞাসাবাদ করতে পারছেন না।

তেজগাঁও এলাকায় দায়িত্ব পালনকারী ট্রাফিক সার্জেন্ট রফিকুল ইসলাম বেলা ১১টার দিকে বলেন, গতকালের তুলনায় আজ ৩০ থেকে ৪০ শতাংশ গাড়ির চাপ বেড়েছে। সকাল ১০টা পর্যন্ত অফিসগামী গাড়ির চাপ বেশি ছিল। এখন চাপ সকালের তুলনায় সামান্য কমলেও অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। সিগন্যালে গাড়িগুলোকে এক থেকে দুই মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে গত ১ থেকে ৭ জুলাই কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে তা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়। ঈদুল আজহার কারণে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়। পরে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোরতম বিধিনিষেধ আরোপ করা হয়।