- রাজধানী
- 'অসমাপ্ত আত্মজীবনী' বঙ্গবন্ধুর বাস্তববাদী রাজনীতির প্রমাণ
'অসমাপ্ত আত্মজীবনী' বঙ্গবন্ধুর বাস্তববাদী রাজনীতির প্রমাণ

"বঙ্গবন্ধুর বাস্তববাদী রাজনীতির প্রমাণ তার 'অসমাপ্ত আত্মজীবনী'। ছাত্রজীবন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তার বাস্তববাদের সাক্ষ্য রেখে গেছেন। বঙ্গবন্ধু সারাজীবনের রাজনৈতিক তৎপরতার পূর্বাপর বিশ্লেষণ করলে দেখা যাবে, জনগণের সার্বিক মুক্তির লক্ষ্যে তার সমস্ত রাজনৈতিক তৎপরতা নিয়োজিত এবং নিবেদিত।"
মঙ্গলবার বাংলা একাডেমির 'শোক ও শক্তির মাস' শীর্ষক অনুষ্ঠানমালার তৃতীয় দিনে উপস্থাপিত 'বঙ্গবন্ধু এবং তার বাস্তববাদী রাজনীতি' শিরোনামের প্রবন্ধে অধ্যাপক মনিরুল ইসলাম খান এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলা একাডেমি অনলাইনে এই মাসব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে।
মঙ্গলবার অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে এতে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান। তিনি বলেন, 'জাতি হিসেবে বঙ্গবন্ধুর প্রতি বাঙালির কৃতজ্ঞতার কোনো শেষ নেই। বাংলা একাডেমি এই অনলাইন আয়োজনের মধ্য দিয়ে তার বর্ণাঢ্য জীবন এবং যুগান্তকারী কর্মের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদনের প্রয়াস পেয়েছে।'
পরে বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত 'শাপমুক্তি' কবিতা পাঠ করেন কবি মুহাম্মদ সামাদ। কবি সিকান্দার আবু জাফর রচিত 'ফিরে আসছেন শেখ মুজিব' কবিতার আবৃত্তি পরিবেশন করেন বাচিকশিল্পী লায়লা আফরোজ। অনুষ্ঠানে বঙ্গবন্ধু রচিত ও বাংলা একাডেমি প্রকাশিত বই এবং বাংলা একাডেমির 'বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ গ্রন্থমালা'র ডিজিটাল প্রদর্শনীও হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বঙ্গবন্ধুকে 'মৌলিক নেতা' হিসেবে অভিহিত করে বলেন, 'তার রাজনৈতিক বাস্তববাদ কোনো কৌশলের নামান্তর নয়, বরং বাস্তববাদ, সংগ্রামশীলতা এবং স্বপ্নচারিতা ছিল তার ব্যক্তিত্বের গভীরে প্রোথিত। ১৯৭১ সালের ১৫ ফেব্রুয়ারি বাংলা একাডেমির একুশের অনুষ্ঠানমালার উদ্বোধনী বক্তৃতা এবং একাত্তরের একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদ স্মরণে প্রদত্ত তার বক্তৃতা পর্যালোচনা করলেও দেখা যায়- ক্রমশ একুশ থেকে একাত্তরের দিকে অভিযাত্রা করেছেন তিনি।'
মন্তব্য করুন