- রাজধানী
- সচিব পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৪
সচিব পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৪

প্রতীকী ছবি
সচিব ও সচিবের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয়ে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ায় তাদের পেশা।
বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো- ইদ্রিস খান, শাহাবুদ্দিন হাওলাদার, জাহিদ সিকদার ও শহিদুল ইসলাম। ডিবির ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম বুধবার রাতে তাদের গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার ডিবি চত্বরে সংবাদ সম্মেলনে ডিবির দক্ষিণের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, প্রতারক চক্রটি ভুয়া বায়নানামা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে- এই মর্মে গত ১৪ জুলাই কদমতলী থানায় মামলা হয়। তদন্তে নেমে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ঢাকা ও এর আশপাশ এলাকায় আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের টার্গেট করত। কারও কাছে সচিব, কারও কাছে সচিবের পিএস, কারও কাছে জমির মালিক পরিচয় দিত।
টার্গেট ব্যক্তিদের ভবনে মোবাইল কোম্পানির টাওয়ার নির্মাণ কিংবা জমি বিক্রির নামে বায়নানামা করে টাকা হাতিয়ে নিত এই চক্র। চক্রটি শতাধিক প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছে।
মন্তব্য করুন