রাজধানীর চকবাজারে ‘ছিনতাই’ করে পালানোর সময় গাড়িচাপায় এক তরুণ নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত তরুণের নাম জয় (২০)। চকবাজার থানা পুলিশ জানিয়েছে, জয় ছিনতাইকারী দলের সদস্য ছিলেন।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন হাওলাদার বলেন, চকবাজারের উর্দু রোড এলাকায় রিয়াজ উদ্দিন নামের এক নিরাপত্তারক্ষী রাতে বাড়ি ফিরছিলেন। এ সময় ছয় থেকে সাতজনের একটি দল তার কাছে থাকা টাকাপয়সা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তিনি চিৎকার করলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। পালানোর সময় জয় নামের এক তরুণ কাভার্ডভ্যান চাপায় মারা যান। 

ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

কবির হোসেন জানান, নিহত জয়ের নামে থানায় আগে থেকেই মামলা ছিল। তার মরদেহ পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের ধরার চেষ্টা চলছে।