- রাজধানী
- রাত ৮টা থেকে টিকাকেন্দ্রে মানুষের ভিড়
রাত ৮টা থেকে টিকাকেন্দ্রে মানুষের ভিড়
আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় করোনার টিকা দেওয়া শুরু হবে। এজন্য সোমবার রাত ৮টা থেকে রাজধানীর রায়েরবাজার কমিউনিটি সেন্টার এলাকার লোকজন লাইনে দাঁড়িয়েছেন। তারা সবাই গত কয়েকদিন লাইনে দাঁড়িয়ে টিকা নিতে পারেননি। এ কয়দিন তাদের সিরিয়াল কেন্দ্রের গেটে আসার আগেই টিকা শেষ হয়ে যায়।
এজন্য মঙ্গলবার টিকা নেওয়া নিশ্চিত করতে তারা সোমবার রাতেই কেন্দ্রের ওয়াল ঘেঁষে লাইনে অবস্থান নিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ বিছানা নিয়ে বসেছেন, কেউ কেউ চেয়ার ও টুল এনে বসেছেন। আবার কেউ সিরিয়ালে চেয়ার, টুল, পিঁড়ি, ইট, পাথর বিছিয়ে রেখেছেন। কেউ কেউ টুল বা পিঁড়িতে কাগজ রেখে তাতে নিজের নাম লিখে গেছেন।

সরেজমিনে দেখা গেছে, আগামীকাল এই কেন্দ্র যে আড়াইশ' থেকে তিনশ' লোককে টিকা দেওয়া হবে সেই সংখ্যার মধ্যে থাকতে মানুষ রাত ৮-১০টার মধ্যে কেন্দ্রের বাইরে হাজির হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন নারী সমকালকে বলেন, রাত ৮টায় পিঁড়ি রেখে গেছেন। রাত ১০টায় এসে দেখে গেছেন। আবার পাশের একজনকে বলেও গেছেন, 'আমার সিটটা একটু দেখবেন। আমি আবার রাত ৪টায় আসব।'
মন্তব্য করুন