- রাজধানী
- দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে: মেয়র তাপস
দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে: মেয়র তাপস

শেখ ফজলে নূর তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঢাকার অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অতীতের মতো এ বছরও অব্যাহত থাকবে।
শনিবার রাজধানীর কামরাঙ্গীরচরে ডিএসসিসির ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডের দুস্থদের মাঝে ত্রাণ কার্যক্রম বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। কামরাঙ্গীরচর কমিউনিটি সেন্টার থেকে তিন হাজার অসহায় মানুষের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়।
ডিএসসিসি মেয়র জানান, কামরাঙ্গীরচর এলাকার দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের মূল উদ্যোক্তা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। এ সময় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করায় সবাইকে সাধুবাদ জানান তিনি। একই সঙ্গে করোনা প্রতিরোধে কাউন্সিলরদের টিকাদান কার্যক্রমের সহায়তাকারীদের কাজেরও ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। এ জন্য করোনার এ দুঃসময়ে জনগণের পাশে রয়েছে সরকার। যতদিন এমন খারাপ সময় থাকবে, সরকার ততদিন জনগণের পাশে থাকবে। আর ঢাকাবাসীর সমস্যা সমাধানে আমরা পাশে আছি, পাশে থাকব।
কামরাঙ্গীরচরের তিনটি ওয়ার্ডের ত্রাণ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা প্রদান করায় ডিএসসিসি মেয়রকে সাধুবাদ জানিয়ে সাবেক মন্ত্রী ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আমি নির্বাচিত হওয়ার পর থেকে এ এলাকার অসহায় ও দুস্থদের নানাভাবে সহযোগিতা প্রদান করছি। আশা করি, ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ডিএসসিসির ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজি নূরে আলম, ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজি সাইদুল মাদবর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শেফালী আক্তার, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন সরকার প্রমুখ।
মন্তব্য করুন