মশা নিয়ন্ত্রণে কার‌ো ওপর দায় না চাপিয়ে প্রত্যেককেই দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শুক্রবার সকালে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ‘বিশ্ব মশক দিবস-২০২১’ উপলক্ষে ডিএনসিসি আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডিএনসিসি মেয়র বলেন, মশাবাহিত রোগের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সর্বসাধারণকে সচেতন করার লক্ষ্যেই দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ম্যালেরিয়া শূন্য লক্ষ্য অর্জন’; যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ম্যালেরিয়া, ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ বিভিন্নরকম মশাবাহিত রোগের কথা উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, মশার বংশবিস্তার রোধের মাধ্যমেই মশাবাহিত এসব রোগ প্রতিরোধ করা সম্ভব। স্থানীয় কাউন্সিলরসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করেই মশা নিয়ন্ত্রণ করতে হবে।

অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র মশক নিধন কার্যক্রমে নিয়োজিত সুপারভাইজারসহ মশক কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেন। ইতোমধ্যে মশক নিধন কর্মীদের জন্য বায়োমেট্রিক হাজিরা চালু করা হয়েছে উল্লেখ করে তিনি এর যথাযথ ব্যবহার নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে তদারকির নির্দেশ দেন।

আলোচনা সভায় অন্যদেরর মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান প্রমুখ।