পেট্রোবাংলা এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান মোকতাদির আলী শুক্রবার বিকেলে সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। এর আগে শুক্রবার দুপুরে বাসায় একটি দূর্ঘটনায় মাথায় আঘাত পেলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

পারিবারিক সূত্রে এ তথ্য জানা যায়। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ আত্মীয় স্বজন রেখে গেছেন। 

মোকতাদির আলী গ্রামের  বাড়ি কুমিল্লা৷ তিনি একাত্তর সালে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে অংশ নেন৷ পরবর্তীতে সেনাবাহিনীতে যোগ দেন ৷ সেনাবাহিনী থেকে অবসরের পর বিপিসিতে যোগ দেন ৷

এছাড়াও তিনি জ্বালানি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন ৷