রাজধানীর ভাটারা থানায় করা অস্ত্র আইনের মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ৮ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।

গত ৮ মার্চ একই আদালত আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক আব্দুল মালেক গত ২০ জানুয়ারি আদালতে এ চার্জশিট দাখিল করেন। একই দিন তিনি মাদক মামলায়ও চার্জশিট জমা দেন।

২০২০ সালের ২০ নভেম্বর গভীর রাতে রাজধানীর বাড্ডায় মনিরের বাড়ি ঘিরে রাখে র‌্যাব। পরদিন দুপুর পর্যন্ত টানা ৮ ঘণ্টা অভিযান চালিয়ে ওই বাসা থেকে ৬০০ ভরি স্বর্ণের গহনা, বিদেশি পিস্তল, গুলি, মদ, ১০টি দেশের বিপুল পরিমাণ মুদ্রা ও নগদ এক কোটি ৯ লাখ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় মনিরকে। এর পর অস্ত্র, বিশেষ ক্ষমতা এবং মাদক আইনের পৃথক তিন মামলায় ২৭ দিনের রিমান্ড শেষে গোল্ডেন মনিরকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারেই আছেন।